
গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় সোমবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
পরে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ” দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম আবু মোতালেব, গণ উন্নয়ন কেন্দ্রের কো-অর্ডিনেটর আল ফারুক সরকার মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 




















