
গাইবান্ধায় নির্জন ফসলের মাঠ থেকে মোঃ শুভ ইসলাম (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদর উপজেলার স্টেশন বালিয়াখালি এলাকায় রেল লাইন সংলগ্ন নির্জন ফসলের মাঠের মধ্যে থাকা একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শুভ ইসলাম সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরতপুর এলাকার জবিউল ইসলামের ছেলে।
লাশটি যে স্থান থেকে উদ্ধার করা হয় সেই এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে না কেউ হয়তো তাকে মেরে ফেলে এখানে লাশটি ঝুলিয়ে রেখে গেছে ।
পরিবার সুত্রে জানা যায়, শুভ এক বছর আগে বিদেশ থেকে বাড়িতে আসে । গতকাল ২৬ ফেব্রুয়ারি বিকালে যশোর জেলায় চাকরির কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে বন্ধুর সাথে স্টেশন বালিয়াখালি এলাকায় যায় এবং সেখানে আজ সকালে তার মরদেহ উদ্ধারের খবর আসে । নিহত শুভ ইসলামের বোন শর্মী আক্তার বলেন, আমার ভাইয়ের সাথে কারো শত্রুতা ছিল না তবে বালিয়াখালি এলাকার এক বন্ধুর সাথে তার টাকা পয়সার ঝামেলা চলছিলো । আমার ভাই আত্মহত্যা করেছে এটা আমি মানতে পারছি না।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর তালুকদার বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যমতে আমরা ঘটনা স্থলে গিয়ে গলায় ফাঁস দেওয়া লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠিয়েছি । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি ।এটি আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 




















