শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় দাওয়াত খেয়ে খাবারের বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি অর্ধ শতাধিক মানুষ

গাইবান্ধা সদর উপজেলায় মজলিসের দাওয়াত খেয়ে একই গ্রামের অন্তত শতাধিক মানুষ অসুস্থ হওয়ায় ঘটনা ঘটেছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা ।

 

 

হাসপাতাল কর্তৃপক্ষ, রোগী সুত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার বালিয়াখালি ইউনিয়নের তালুক রিফাইতপুর গ্রামে একটি খাবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাওয়া দাওয়া শেষ হলে দুপুর গড়িয়ে বিকেল হতেই অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর গত দুই দিনে ৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার গাইবান্ধা জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন রোগী। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে আজ নতুন করে রোগী ভর্তি হয় ৩৫ জন । এদের মধ্যে একই পরিবারের আছে ৬ জন ।

 

হাসপাতালে চিকিৎসাধীন মজিবুর রহমান বলেন, আমার পাশের বাড়িতে একটি দাওয়াত ছিল সেখানে পরিবারসহ দুপুরের খাবার খাই । এরপর গতকাল রাত থেকে পরিবারের একে একে ৬ সদস্যের ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি হই ।

 

 

গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আসিফ রহমান বলেন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত অর্ধ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ,তারা সকলেই এখন আশঙ্কামুক্ত ।

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

গাইবান্ধায় দাওয়াত খেয়ে খাবারের বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি অর্ধ শতাধিক মানুষ

প্রকাশের সময়: ০৬:৩৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

গাইবান্ধা সদর উপজেলায় মজলিসের দাওয়াত খেয়ে একই গ্রামের অন্তত শতাধিক মানুষ অসুস্থ হওয়ায় ঘটনা ঘটেছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বাড়িতে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা ।

 

 

হাসপাতাল কর্তৃপক্ষ, রোগী সুত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার বালিয়াখালি ইউনিয়নের তালুক রিফাইতপুর গ্রামে একটি খাবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাওয়া দাওয়া শেষ হলে দুপুর গড়িয়ে বিকেল হতেই অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর গত দুই দিনে ৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার গাইবান্ধা জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন রোগী। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে আজ নতুন করে রোগী ভর্তি হয় ৩৫ জন । এদের মধ্যে একই পরিবারের আছে ৬ জন ।

 

হাসপাতালে চিকিৎসাধীন মজিবুর রহমান বলেন, আমার পাশের বাড়িতে একটি দাওয়াত ছিল সেখানে পরিবারসহ দুপুরের খাবার খাই । এরপর গতকাল রাত থেকে পরিবারের একে একে ৬ সদস্যের ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি হই ।

 

 

গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আসিফ রহমান বলেন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত অর্ধ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ,তারা সকলেই এখন আশঙ্কামুক্ত ।