বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় মিক্সার মেশিন পরিষ্কারের সময় হঠাৎ সুইচ চালু, ২ শ্রমিক নিহত

কক্সবাজারের চকরিয়ায় সিমেন্টের ব্লক তৈরির কারখানার মিক্সার মেশিনে পিষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার মো. শাহজাহানের ছেলে শাহাদাত হোসেন শাহীন (১৮) ও চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার রুহুল কাদেরের ছেলে কামরানুল ইসলাম জিহান (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৭টার দিকে কারখানার ডিউটি শেষ করে সিমেন্টের ব্লক তৈরির মিক্সার মেশিন পরিষ্কার করতে যায় শাহীন ও জিহান। এসময় অসাবধানবশত বৈদ্যুতিক সুইচ চালু হলে মেশিনের ভেতরে পড়ে তারা পিষ্ট হয়।

এরপর কারখানার মালিকপক্ষ তাদের হাসপাতালে না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্য শ্রমিকরা দুই সহকর্মীকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এএফ/

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

চকরিয়ায় মিক্সার মেশিন পরিষ্কারের সময় হঠাৎ সুইচ চালু, ২ শ্রমিক নিহত

প্রকাশের সময়: ০৫:৪০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় সিমেন্টের ব্লক তৈরির কারখানার মিক্সার মেশিনে পিষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার মো. শাহজাহানের ছেলে শাহাদাত হোসেন শাহীন (১৮) ও চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার রুহুল কাদেরের ছেলে কামরানুল ইসলাম জিহান (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৭টার দিকে কারখানার ডিউটি শেষ করে সিমেন্টের ব্লক তৈরির মিক্সার মেশিন পরিষ্কার করতে যায় শাহীন ও জিহান। এসময় অসাবধানবশত বৈদ্যুতিক সুইচ চালু হলে মেশিনের ভেতরে পড়ে তারা পিষ্ট হয়।

এরপর কারখানার মালিকপক্ষ তাদের হাসপাতালে না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্য শ্রমিকরা দুই সহকর্মীকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এএফ/