বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করলো চবি ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতা-কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন গঠনটির সদস্য সচিব রোমান রহমান
যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান,তাহসান হাবিব,এম.এ সাইদ সহ আরও সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকলে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক তাহসান হাবিব বলেন,’আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা জানি, ১৯৭১ সালের এ দিনে  বাংলার জাতীয় বিবেক, শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়।পরে তাদের লাশ রাজধানীর রায়েরবাজার, মিরপুরসহ কয়েকটি বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়।আমরা জানি অনেক ইতিহাস বিকৃত করা হয়েছে, সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরে আনা হোক। সেই সাথে ৭১ এবং ৭১ পরবর্তী সময়ে যে সকল বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে তার সঠিক ইতিহাস এবং তদন্তের মাধ্যমে তাদের বিচার করার জোর দাবী জানাচ্ছি।”

সংগঠনটির সদস্য সচিব মো.রোমান রহমান বলেন,” ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।আমরা ১ মিনিট নিরবতার মাধ্যমে তাদের স্মরণ করেছি।আমরা চাই সকল শহীদ আমাদের মাঝে আজীবন বেঁচে থাকুক।তারা যে দেশ প্রেম নিয়ে দেশের জন্য জীবন দিয়েছেন তা যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি সেই সাথে সকল প্রকার অপশক্তির মোকাবেলা করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করছি।”

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করলো চবি ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা

প্রকাশের সময়: ১২:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতা-কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন গঠনটির সদস্য সচিব রোমান রহমান
যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান,তাহসান হাবিব,এম.এ সাইদ সহ আরও সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকলে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক তাহসান হাবিব বলেন,’আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা জানি, ১৯৭১ সালের এ দিনে  বাংলার জাতীয় বিবেক, শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়।পরে তাদের লাশ রাজধানীর রায়েরবাজার, মিরপুরসহ কয়েকটি বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়।আমরা জানি অনেক ইতিহাস বিকৃত করা হয়েছে, সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরে আনা হোক। সেই সাথে ৭১ এবং ৭১ পরবর্তী সময়ে যে সকল বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে তার সঠিক ইতিহাস এবং তদন্তের মাধ্যমে তাদের বিচার করার জোর দাবী জানাচ্ছি।”

সংগঠনটির সদস্য সচিব মো.রোমান রহমান বলেন,” ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি।আমরা ১ মিনিট নিরবতার মাধ্যমে তাদের স্মরণ করেছি।আমরা চাই সকল শহীদ আমাদের মাঝে আজীবন বেঁচে থাকুক।তারা যে দেশ প্রেম নিয়ে দেশের জন্য জীবন দিয়েছেন তা যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি সেই সাথে সকল প্রকার অপশক্তির মোকাবেলা করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করছি।”