শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কালের চিঠির আনন্দ আড্ডা, কবিতা পাঠ ও কবি সম্মাননা অনুষ্ঠিত

 

কালের চিঠি ও দৈনিক কালের চিঠি পত্রিকার আয়োজনে গতকাল ,১০ ডিসেম্বর, মঙ্গলবার দিনব্যাপী এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়। তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় এর সিনিয়র সহকারী শিক্ষক শাহ্ মোহাম্মদ আওয়াল রিজু এর সঞ্চালনায় সদর উপজেলার তুলসীঘাট বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের হলরুম কক্ষে এই আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই ছিল পরিচিতি পর্ব ,শুভেচ্ছা বিনিময় ও ঘরোয়া আড্ডার হরেক স্বাদের আলোচনা ।

 

বিত্তের দেশে থেকেও গ্রাম বাংলার মাটি ও মানুষের কবি নামে খ‍্যাত কবি বিমল সরকারের পরিবারের ঝটিকা সফর উপলক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কালের চিঠি প্রকাশন ও দৈনিক কালের চিঠি সাংবাদিক ফোরাম ।

উক্ত আনন্দ আড্ডা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র- ছাত্রী , কবি পরিবারের আত্মীয়-স্বজন, গাইবান্ধা লেখক পরিষদের সাধারণ সম্পাদক হাফিজুল হেলালি বাবু , কবি পিটু রশিদ, দৈনিক কালের চিঠি পত্রিকার নির্বাহী সম্পাদক তাসলিমুল হাসান সিয়াম, বার্তা সম্পাদক শামসুর রাহমান হৃদয়, ঢাকা থেকে আগত কালের চিঠির বিক্রয় ও বিপনন প্রতিনিধি লিমা ও তায়েবা,মিসেস সরকার ,রুপালি কুন্ডু ও তাদের তিন কন‍্যা অনুরাধা, অনুপমা ও অদিতি বিমল সরকার ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সাধারণ সম্পাদক শামীম সরকার,বিমল সরকার এর যুব ও সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদ, বিমল সরকার সাহিত‍্য সম্ভার ও পাঠাগারের সদস‍্যবৃন্দসহ

প্রধান সমন্বয়কারী শিমুল কর প্রমুখ ।‌

কবিতা পাঠ ও আলোচনা পর্ব শেষে কবি তনয়া অনুপমার জন্মদিনের কেক কাটা হয় এবং গাইবান্ধার দু’জন বিশিষ্ট লেখক কবি সরোজ দেব ও পিটু রশীদকে সুধীজনদের সাথে নিয়ে সম্মাননা চেক প্রদান করেন

কবি বিমল সরকার এর পরিবার ।এছা‌ড়াও গ্লোবাল ভিলেজের কর্মকান্ডের সাথে যারা সক্রীয় তাদেরসহ কালের চিঠি ও দৈনিক কালের চিঠির পত্রিকার সকল রিপোর্টারদের মাঝে অর্থসহ বিভিন্ন রকমের উপহার প্রদান করা হয় । যার মধ‍্যে উল্লেখযোগ্য ল্যাপটপ, আইফোন,ট‍্যাবলেট, ডিজিটাল মাইক্রোফোন, স্পিকার, হার্ট ও প্রেসারের ভিটামিন ট‍্যাবলেট ও ম‍েডিক‍্যাল সামগ্রী !

এ আনন্দঘন মুহূর্তে কবি পরিবারের শুভাকাঙ্খী ,ছাত্র-শিক্ষক ,কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ উপস্থিত ছিলেন হরেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এই ঘরোয়া আড্ডায় কবি বিমল সরকারের দুই কন্যা বলেন, এই অনুষ্ঠানে এসে সকলের সাথে পরিচিত হতে পেরে আমরা অনেক আনন্দিত ! অনেককেই চিনি না অথচ মনে হল সকলে কতই না আপন , বাবার স্মৃতিবিজড়িত গাইবান্ধার মানুষগুলো খুবই ভাল, তাদের কথা মনে থাকবে অনেকদিন যাদের আন্তরিকতার কোনই অভাব নেই ।

পরিশেষে দুপুরে মধ্যাহ্নভোজ ও কফি আড্ডার মাধ্যমে এই আনন্দঘন আয়োজনের পরিসমাপ্তি ঘটে !

উল্লেখ্য, আড়াই দশকেরও বেশি সময় ধরে প্রবাসে বসবাস করছেন কবি বিমল সরকার । তিনি একদিনের জন‍্যেও দেশে কথা ভুলে যাননি ।বিভিন্ন শহর থেকে প্রত‍্যন্ত অন্চল পর্যন্ত যার যোগাযোগ বলে জানিয়েছেন তার শুভাকাঙ্খীদের অনেকে ! অনেক কষ্ট সহ্য করে ফিনিক্স পাখির মতো ধ্বংস স্তুপের মধ‍্য থেকে উঠে আসা এই সংগ্রামী সৈনিক বিমল সরকার তার জন্মভূমির এলাকায় প্রতিষ্ঠা করেছেন সমাজ উন্নয়ন সংস্থা, গ্রন্থাগারসহ বেশ কিছু প্রতিষ্ঠান যার মাধ‍্যমে চলছে বিনাসুদে স্টুডেন্ট ঋণ প্রকল্প , বইমেলা, বই বিতরণ ,মেধাবৃতি প্রদান ও চিকিৎসা সেবাসহ বহুমুখী কর্মকান্ড

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

কালের চিঠির আনন্দ আড্ডা, কবিতা পাঠ ও কবি সম্মাননা অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৪:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

 

কালের চিঠি ও দৈনিক কালের চিঠি পত্রিকার আয়োজনে গতকাল ,১০ ডিসেম্বর, মঙ্গলবার দিনব্যাপী এক আনন্দ আড্ডার আয়োজন করা হয়। তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় এর সিনিয়র সহকারী শিক্ষক শাহ্ মোহাম্মদ আওয়াল রিজু এর সঞ্চালনায় সদর উপজেলার তুলসীঘাট বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের হলরুম কক্ষে এই আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই ছিল পরিচিতি পর্ব ,শুভেচ্ছা বিনিময় ও ঘরোয়া আড্ডার হরেক স্বাদের আলোচনা ।

 

বিত্তের দেশে থেকেও গ্রাম বাংলার মাটি ও মানুষের কবি নামে খ‍্যাত কবি বিমল সরকারের পরিবারের ঝটিকা সফর উপলক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কালের চিঠি প্রকাশন ও দৈনিক কালের চিঠি সাংবাদিক ফোরাম ।

উক্ত আনন্দ আড্ডা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র- ছাত্রী , কবি পরিবারের আত্মীয়-স্বজন, গাইবান্ধা লেখক পরিষদের সাধারণ সম্পাদক হাফিজুল হেলালি বাবু , কবি পিটু রশিদ, দৈনিক কালের চিঠি পত্রিকার নির্বাহী সম্পাদক তাসলিমুল হাসান সিয়াম, বার্তা সম্পাদক শামসুর রাহমান হৃদয়, ঢাকা থেকে আগত কালের চিঠির বিক্রয় ও বিপনন প্রতিনিধি লিমা ও তায়েবা,মিসেস সরকার ,রুপালি কুন্ডু ও তাদের তিন কন‍্যা অনুরাধা, অনুপমা ও অদিতি বিমল সরকার ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সাধারণ সম্পাদক শামীম সরকার,বিমল সরকার এর যুব ও সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদ, বিমল সরকার সাহিত‍্য সম্ভার ও পাঠাগারের সদস‍্যবৃন্দসহ

প্রধান সমন্বয়কারী শিমুল কর প্রমুখ ।‌

কবিতা পাঠ ও আলোচনা পর্ব শেষে কবি তনয়া অনুপমার জন্মদিনের কেক কাটা হয় এবং গাইবান্ধার দু’জন বিশিষ্ট লেখক কবি সরোজ দেব ও পিটু রশীদকে সুধীজনদের সাথে নিয়ে সম্মাননা চেক প্রদান করেন

কবি বিমল সরকার এর পরিবার ।এছা‌ড়াও গ্লোবাল ভিলেজের কর্মকান্ডের সাথে যারা সক্রীয় তাদেরসহ কালের চিঠি ও দৈনিক কালের চিঠির পত্রিকার সকল রিপোর্টারদের মাঝে অর্থসহ বিভিন্ন রকমের উপহার প্রদান করা হয় । যার মধ‍্যে উল্লেখযোগ্য ল্যাপটপ, আইফোন,ট‍্যাবলেট, ডিজিটাল মাইক্রোফোন, স্পিকার, হার্ট ও প্রেসারের ভিটামিন ট‍্যাবলেট ও ম‍েডিক‍্যাল সামগ্রী !

এ আনন্দঘন মুহূর্তে কবি পরিবারের শুভাকাঙ্খী ,ছাত্র-শিক্ষক ,কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ উপস্থিত ছিলেন হরেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এই ঘরোয়া আড্ডায় কবি বিমল সরকারের দুই কন্যা বলেন, এই অনুষ্ঠানে এসে সকলের সাথে পরিচিত হতে পেরে আমরা অনেক আনন্দিত ! অনেককেই চিনি না অথচ মনে হল সকলে কতই না আপন , বাবার স্মৃতিবিজড়িত গাইবান্ধার মানুষগুলো খুবই ভাল, তাদের কথা মনে থাকবে অনেকদিন যাদের আন্তরিকতার কোনই অভাব নেই ।

পরিশেষে দুপুরে মধ্যাহ্নভোজ ও কফি আড্ডার মাধ্যমে এই আনন্দঘন আয়োজনের পরিসমাপ্তি ঘটে !

উল্লেখ্য, আড়াই দশকেরও বেশি সময় ধরে প্রবাসে বসবাস করছেন কবি বিমল সরকার । তিনি একদিনের জন‍্যেও দেশে কথা ভুলে যাননি ।বিভিন্ন শহর থেকে প্রত‍্যন্ত অন্চল পর্যন্ত যার যোগাযোগ বলে জানিয়েছেন তার শুভাকাঙ্খীদের অনেকে ! অনেক কষ্ট সহ্য করে ফিনিক্স পাখির মতো ধ্বংস স্তুপের মধ‍্য থেকে উঠে আসা এই সংগ্রামী সৈনিক বিমল সরকার তার জন্মভূমির এলাকায় প্রতিষ্ঠা করেছেন সমাজ উন্নয়ন সংস্থা, গ্রন্থাগারসহ বেশ কিছু প্রতিষ্ঠান যার মাধ‍্যমে চলছে বিনাসুদে স্টুডেন্ট ঋণ প্রকল্প , বইমেলা, বই বিতরণ ,মেধাবৃতি প্রদান ও চিকিৎসা সেবাসহ বহুমুখী কর্মকান্ড