বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পৌর যুবদলের অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৮ অক্টোবর) রাতে পৌরসভার জেলখানা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শরীয়তপুর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সাথে পৌর বিএনপি নেতা সুমন খানের সাথে বিবাদ রয়েছে। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সুমন খানের সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শরীয়তপুর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদার অভিযোগ করে বলেন, তিনি গতকাল যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করেন। যেটি অনেকের সহ্য হয়নি। তাই তার অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় ও ভাঙচুর করা হয়।

এদিকে পাল্টা অভিযোগ করেছেন পৌর বিএনপি নেতা সুমন খান। তিনি বলেন, বিগত দিনে টিটু চোকদার স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। সোমবার আমার সামনে বসে সে আমাদের সাবেক এমপিকে নিয়ে কটুক্তি করেছে এবং আমাকে মারধর করেছে। সে নিজে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্লাব ভাঙচুর করে আমার ওপর দোষ চাপাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, দলীয় কোন্দল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুবদলের একটি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

/এএফ

জনপ্রিয়

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

প্রকাশের সময়: ০৪:২৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পৌর যুবদলের অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৮ অক্টোবর) রাতে পৌরসভার জেলখানা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শরীয়তপুর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সাথে পৌর বিএনপি নেতা সুমন খানের সাথে বিবাদ রয়েছে। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সুমন খানের সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শরীয়তপুর পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদার অভিযোগ করে বলেন, তিনি গতকাল যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করেন। যেটি অনেকের সহ্য হয়নি। তাই তার অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয় ও ভাঙচুর করা হয়।

এদিকে পাল্টা অভিযোগ করেছেন পৌর বিএনপি নেতা সুমন খান। তিনি বলেন, বিগত দিনে টিটু চোকদার স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। সোমবার আমার সামনে বসে সে আমাদের সাবেক এমপিকে নিয়ে কটুক্তি করেছে এবং আমাকে মারধর করেছে। সে নিজে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্লাব ভাঙচুর করে আমার ওপর দোষ চাপাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, দলীয় কোন্দল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুবদলের একটি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

/এএফ