বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, চবি কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • ফুয়াদ মন্ডল
  • প্রকাশের সময়: ০৬:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ১৫৮

 

গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গাইবান্ধায় বন্যার্ত ১২০ পরিবারের মাঝে উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলে সংগঠনটির সম্মানিত সভাপতি নিলয় বর্মন এবং সিনিয়র সহ-সভাপতি ইফতিখারুল ইসলাম।

গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি নিলয় বর্মন এবং সিনিয়র সহ-সভাপতি ইফতিখারুল ইসলামের নেতৃত্বে ও জেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের সহযোগিতায় ফুলছড়ি উপজেলার “এরেন্ডাবাড়ি চরের” ৯০টি এবং “রসুলপুর চরের” ৩০টি পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী দেয়া হয়।

এই সময় বক্তব্য রাখেন আসাদুজ্জামান গার্লস হাই স্কুল ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ইদ্রিস আলী সরকার।তিনি বলেন, “বন্যার্ত মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে ত্রাণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও একতার চর্চা বৃদ্ধি করে।”

অত্র পরিষদের সভাপতি নিলয় বর্মন বলেন, “বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা তাদের সহায়তায় সবসময় সক্রিয় থাকব।”

সিনিয়র সহ-সভাপতি ইফতিখারুল ইসলাম বলেন, “ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের দুর্দশা লাঘব করতে চাই। এই সহায়তা তাদের জীবনযাত্রায় সাময়িক স্বস্তি আনবে।

 

জনপ্রিয়

৩২ ঘন্টার চেষ্টায় শিশু সাজিদকে জীবিত উদ্ধার

গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, চবি কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের সময়: ০৬:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

 

গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গাইবান্ধায় বন্যার্ত ১২০ পরিবারের মাঝে উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলে সংগঠনটির সম্মানিত সভাপতি নিলয় বর্মন এবং সিনিয়র সহ-সভাপতি ইফতিখারুল ইসলাম।

গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি নিলয় বর্মন এবং সিনিয়র সহ-সভাপতি ইফতিখারুল ইসলামের নেতৃত্বে ও জেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের সহযোগিতায় ফুলছড়ি উপজেলার “এরেন্ডাবাড়ি চরের” ৯০টি এবং “রসুলপুর চরের” ৩০টি পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী দেয়া হয়।

এই সময় বক্তব্য রাখেন আসাদুজ্জামান গার্লস হাই স্কুল ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ইদ্রিস আলী সরকার।তিনি বলেন, “বন্যার্ত মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে ত্রাণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও একতার চর্চা বৃদ্ধি করে।”

অত্র পরিষদের সভাপতি নিলয় বর্মন বলেন, “বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা তাদের সহায়তায় সবসময় সক্রিয় থাকব।”

সিনিয়র সহ-সভাপতি ইফতিখারুল ইসলাম বলেন, “ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের দুর্দশা লাঘব করতে চাই। এই সহায়তা তাদের জীবনযাত্রায় সাময়িক স্বস্তি আনবে।