
গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গাইবান্ধায় বন্যার্ত ১২০ পরিবারের মাঝে উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলে সংগঠনটির সম্মানিত সভাপতি নিলয় বর্মন এবং সিনিয়র সহ-সভাপতি ইফতিখারুল ইসলাম।
গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি নিলয় বর্মন এবং সিনিয়র সহ-সভাপতি ইফতিখারুল ইসলামের নেতৃত্বে ও জেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের সহযোগিতায় ফুলছড়ি উপজেলার “এরেন্ডাবাড়ি চরের” ৯০টি এবং “রসুলপুর চরের” ৩০টি পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী দেয়া হয়।
এই সময় বক্তব্য রাখেন আসাদুজ্জামান গার্লস হাই স্কুল ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ইদ্রিস আলী সরকার।তিনি বলেন, “বন্যার্ত মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে ত্রাণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও একতার চর্চা বৃদ্ধি করে।”
অত্র পরিষদের সভাপতি নিলয় বর্মন বলেন, “বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা তাদের সহায়তায় সবসময় সক্রিয় থাকব।”
সিনিয়র সহ-সভাপতি ইফতিখারুল ইসলাম বলেন, “ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের দুর্দশা লাঘব করতে চাই। এই সহায়তা তাদের জীবনযাত্রায় সাময়িক স্বস্তি আনবে।
ফুয়াদ মন্ডল 





















