বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মহানবীকে নিয়ে কটূক্তি, চবিতে বিক্ষোভ-সমাবেশ

  • ফুয়াদ মন্ডল
  • প্রকাশের সময়: ০৬:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ১৮২

 

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা।পরে তারা মিছিল নিয়ে কাটাপাহাড় রাস্তা হয়ে জিরো পয়েন্টে এসে বিক্ষোপ সমাবেশ শেষ করেন।

এসময় তারা ‘নারায়ে তাকবির,আল্লাহুআকবার’ ‘তেরা-মেরা রিস্তা কেয়া,লাইলাহা ইল্লাল্লাহ’ ‘তোমার নেতা আমার নেতা,বিশ্বনবী মোস্তফা’ ‘ইসলামের শত্রুরা,হুশিয়ার সাবধান”দুনিয়ার মুসলিম, এক হও এক হও” স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।

কটূক্তির নিন্দা জানিয়ে ইতিহাস বিভাগের ১৮-১৯ সেশনের তাহসান হাবিব বলেন,”আপনারা জানেন ভারতে পন্ডিত রামগিরি রাসুল(সাঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং তা বিধায়ক নিতিশ রানে তাতে সমর্থন জানায়।আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।আমরা ইসলামের বীর সেনানি খালিদ বিন ওয়ালিদ,সালাউদ্দিদ আইয়ুবি,তারিক বিন জিয়াদের উত্তরশুরি আমরা নবী বিদ্ধেষীদের হুশিয়ারি করে দিচ্ছি এবং তাদের শাস্তির দাবী করছি।সর্বশেষ,আমি চাই বিদায় হজ্জের ধর্মীয় সম্প্রতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।”

আরেক শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম বলেন,” সুরা আম্বিয়ার ১০৭ নং আয়াতে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ মহানবী (স.) কে বিশ্বজগতের রহমত রুপেয় প্রেরণ করেছেন। তিনি কোন বিশেষ গুষ্ঠির জন্য না, সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য। তাই তার অবমাননার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।”

আরবি বিভাগের ২১-২২ সেশনের ইসরাফিল বলেন,”মহানবী(সা.)কোনো নির্দিষ্ট জাতির নবী না,তিনি সমস্ত মানবজাতির জন্য নবী।ভারতীয় পুরোহিত মহানবীকে নিয়ে এমন মন্তব্য করে চরম হীনতার পরিচয় দিয়েছে।আমরা কুটক্তিকারীদের তীব্র প্রতিবাদ ও শাস্তির দাবি জানাচ্ছি।”

জনপ্রিয়

ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেল সৃজনশীল গাইবান্ধা  

মহানবীকে নিয়ে কটূক্তি, চবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রকাশের সময়: ০৬:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

 

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা।পরে তারা মিছিল নিয়ে কাটাপাহাড় রাস্তা হয়ে জিরো পয়েন্টে এসে বিক্ষোপ সমাবেশ শেষ করেন।

এসময় তারা ‘নারায়ে তাকবির,আল্লাহুআকবার’ ‘তেরা-মেরা রিস্তা কেয়া,লাইলাহা ইল্লাল্লাহ’ ‘তোমার নেতা আমার নেতা,বিশ্বনবী মোস্তফা’ ‘ইসলামের শত্রুরা,হুশিয়ার সাবধান”দুনিয়ার মুসলিম, এক হও এক হও” স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।

কটূক্তির নিন্দা জানিয়ে ইতিহাস বিভাগের ১৮-১৯ সেশনের তাহসান হাবিব বলেন,”আপনারা জানেন ভারতে পন্ডিত রামগিরি রাসুল(সাঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং তা বিধায়ক নিতিশ রানে তাতে সমর্থন জানায়।আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।আমরা ইসলামের বীর সেনানি খালিদ বিন ওয়ালিদ,সালাউদ্দিদ আইয়ুবি,তারিক বিন জিয়াদের উত্তরশুরি আমরা নবী বিদ্ধেষীদের হুশিয়ারি করে দিচ্ছি এবং তাদের শাস্তির দাবী করছি।সর্বশেষ,আমি চাই বিদায় হজ্জের ধর্মীয় সম্প্রতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।”

আরেক শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম বলেন,” সুরা আম্বিয়ার ১০৭ নং আয়াতে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ মহানবী (স.) কে বিশ্বজগতের রহমত রুপেয় প্রেরণ করেছেন। তিনি কোন বিশেষ গুষ্ঠির জন্য না, সমগ্র বিশ্বের সকল মানুষের জন্য। তাই তার অবমাননার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।”

আরবি বিভাগের ২১-২২ সেশনের ইসরাফিল বলেন,”মহানবী(সা.)কোনো নির্দিষ্ট জাতির নবী না,তিনি সমস্ত মানবজাতির জন্য নবী।ভারতীয় পুরোহিত মহানবীকে নিয়ে এমন মন্তব্য করে চরম হীনতার পরিচয় দিয়েছে।আমরা কুটক্তিকারীদের তীব্র প্রতিবাদ ও শাস্তির দাবি জানাচ্ছি।”