বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অভুক্ত কুকুর – বিড়ালের পাশে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন

গাইবান্ধা শহরের দলবেঁধে লোকালয়ে ঘুরে থাকে কুকুর-বিড়াল। পথচারি দেখলে ক্ষুধার্ত এই প্রাণিগুলো খাবার আশায় নির্বাক চোখে তাকিয়ে থাকে। এ অবস্থার বিবেচনা করে অভূক্ত কুকুর-বিড়ালের পাশে দাঁড়িয়েছে ‘বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) দিন্যবাপী গাইবান্ধা বাস স্ট্যান্ড ও পৌরসভা এলাকায় শতাধিক কুকুর-বিড়ালকে খাবার দিয়েছে ওই সংগঠনের কর্মীরা।

 

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনিটির প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ আকন্দ, সহ-সভাপতি মাহফুজুল হক সিহাব, সহ-সাধারণ সম্পাদক আশফিকা জাহান আফি, সদস্য জিসান, রিয়া, পুষ্পিতা, সোয়াইব, সৌভি, সাদিক, মাধুর্যসহ আরও অনেকে।

জনপ্রিয়

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে ‘টানাপোড়েন আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

অভুক্ত কুকুর – বিড়ালের পাশে বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন

প্রকাশের সময়: ০৫:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

গাইবান্ধা শহরের দলবেঁধে লোকালয়ে ঘুরে থাকে কুকুর-বিড়াল। পথচারি দেখলে ক্ষুধার্ত এই প্রাণিগুলো খাবার আশায় নির্বাক চোখে তাকিয়ে থাকে। এ অবস্থার বিবেচনা করে অভূক্ত কুকুর-বিড়ালের পাশে দাঁড়িয়েছে ‘বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) দিন্যবাপী গাইবান্ধা বাস স্ট্যান্ড ও পৌরসভা এলাকায় শতাধিক কুকুর-বিড়ালকে খাবার দিয়েছে ওই সংগঠনের কর্মীরা।

 

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনিটির প্রতিষ্ঠাতা সভাপতি জিহাদ আকন্দ, সহ-সভাপতি মাহফুজুল হক সিহাব, সহ-সাধারণ সম্পাদক আশফিকা জাহান আফি, সদস্য জিসান, রিয়া, পুষ্পিতা, সোয়াইব, সৌভি, সাদিক, মাধুর্যসহ আরও অনেকে।