
গাইবান্ধা পৌরসভার লোগো সম্বলিত একটি ভুয়া চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচারের ঘটনায় গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি করেছে পৌর মেয়র মতলুবর রহমান ।
জানা যায়, সম্প্রতি আমাদের গাইবান্ধা নামক একটি ফেসবুক পেজ থেকে জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার লোগোসহ একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি প্রকাশ করা হয় । উক্ত বিজ্ঞপ্তিতে পৌর মেয়রের সাক্ষর নকল করে ই- মেইলে ৬ টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চাওয়া হয় । বিষয়টি পৌর মেয়রের নজরে এলে গত ২৩ মার্চ গাইবান্ধা সদর থানায় তিনি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন ।
বিষয়টি নিশ্চিত করে পৌর মেয়র মতলুবর রহমান বলেন, সম্প্রতি গাইবান্ধা পৌরসভার কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি । একটি প্রতারক চক্র আমার স্বাক্ষর নকল করে প্রথম আলো পত্রিকার ভুয়া পেপার কাটিংয়ের একটি ছবি ফেসবুকে প্রচার করে । চক্রটি ভুয়া বিজ্ঞপ্তিটির মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করতে পারে এমন আশঙ্কায় থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছি ।
নিজস্ব প্রতিবেদক 




















