
ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে চাইছে বিএনপি, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা উন্নয়ন সভার পরে সাংবাদিকের এ কথা বলেন তিনি।
সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নাবিকদের নিরাপত্তা সবার আগে। সেই সাথে জাহাজে প্রচুর দাহ্য পদার্থ আছে, তাই এমন কিছু করা যাবে না যাতে জাহাজের ক্ষতি হয়।
হাছান মাহমুদ আরও বলেন, যত দ্রুত সম্ভব নাবিকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে জাহাজ মালিক ও দস্যুদের সাথে যোগাযোগ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও সহযোগিতা করছে।
এর আগে, বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি উদ্ধারে ১০০ দিন সময় লাগলেও এবার কম সময়ে এই জাহাজ উদ্ধারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কালের চিঠি / আলিফ
কালের চিঠি ডেস্ক 






















