
ব্যাংকে পরিচালক নিয়োগে নিয়ম কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশিকা অনুযায়ী, পরিচালকদের ন্যূনতম বয়স ৩০ বছর এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় বা পেশাগত অভিজ্ঞতা কমপক্ষে ১০ বছর হতে হবে।
ব্যাংক পরিচালক নিয়োগে নতুন এক নির্দেশিকায় এ সব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী একজন পরিচালকের ন্যূনতম বয়স হবে ৩০ বছর। নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংক পরিচালক নিয়োগের নিয়ম কঠোর করার নতুন নির্দেশিকা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করবে।
ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এ ধরনের কোনো বয়সসীমা ছিল না।
নির্দেশিকায় আরও বলা হয়েছে , পরিচালকদের পরিচালনা এবং ব্যবসায় বা পেশাগত অভিজ্ঞতার কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ১৮ বছর বয়সের আগে কাজের অভিজ্ঞতা বিবেচনা করা হবে না।
কালের চিঠি/ ফাহিম
কালের চিঠি ডেস্ক 























