শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত-১৫

 

গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাজী ও শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছোড়ার শব্দ শুনছে স্থানীয়রা। তবে গুলিতে আহত হবার খবর পাওয়া যায়নি।

 

রোববার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার পারকুশলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সংর্ঘের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মারাত্মক আহত ৮ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিসা নিয়েছেন।

 

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, সদর উপজেলার পারকুশলি গ্রামের শিপন শেখের একটি জায়গা একই গ্রামের বোরহান গাজীর কেনার কথা ছিল। কিন্তু, রেজিস্ট্রি না করেই সেখানে দখলে গিয়ে কারখানা করার উদ্যোগ নেয় বোরহান গাজী। সন্ধ্যায় কারখানার ভিত্তিস্থাপনের জন্য বিভিন্ন লোককে দাওয়াত দিতে গেলে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

 

এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে শিপন শেখ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রায় দুই ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

মারাত্মক আহত ৮ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালের চিঠি/শর্মিলী

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত-১৫

প্রকাশের সময়: ০৭:৫১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

 

গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাজী ও শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় কয়েক রাউন্ড বন্দুকের গুলি ছোড়ার শব্দ শুনছে স্থানীয়রা। তবে গুলিতে আহত হবার খবর পাওয়া যায়নি।

 

রোববার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার পারকুশলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান সংর্ঘের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মারাত্মক আহত ৮ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিসা নিয়েছেন।

 

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, সদর উপজেলার পারকুশলি গ্রামের শিপন শেখের একটি জায়গা একই গ্রামের বোরহান গাজীর কেনার কথা ছিল। কিন্তু, রেজিস্ট্রি না করেই সেখানে দখলে গিয়ে কারখানা করার উদ্যোগ নেয় বোরহান গাজী। সন্ধ্যায় কারখানার ভিত্তিস্থাপনের জন্য বিভিন্ন লোককে দাওয়াত দিতে গেলে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

 

এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে শিপন শেখ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রায় দুই ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

মারাত্মক আহত ৮ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালের চিঠি/শর্মিলী