শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জি চ্যানেলের সাথে সনির হাজার কোটি ডলারের চুক্তি বাতিল

প্রায় দুই বছর আগে জাপানের সনি করপোরেশনের ভারতীয় অংশীদার ও মিডিয়া জায়ান্ট জি এন্টারটেইনমেন্ট একীভূতকরণের ঘোষণা আসে। এ দুটি প্রতিষ্ঠান একীভূত হলে এটি হতো ভারতের বৃহত্তম বিনোদন প্রতিষ্ঠানের একটি। সম্প্রতি এ পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সনি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

দুই বছর আগে ১ হাজার কোটি ডলারের প্রকল্পটিতে ৭৫টি টেলিভিশন চ্যানেল, ফিল্ম অ্যাসেটস ও দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার কথা ছিল।

 

Shwapno Online Grocery Shopping

চুক্তি বাতিলের কারণ হিসেবে সনি বলছে, একীভূতকরণের শর্তগুলো পূরণ হয়নি। তবে সূত্র বলছে, এ প্রকল্পের নেতৃত্ব নিয়ে মতবিরোধ রয়েছে।

 

সনির এ সিদ্ধান্তের জবাবে জি কর্তৃপক্ষ বলছে, তারা সনির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে।

 

চুক্তির প্রক্রিয়া বন্ধের জন্য চলতি বছরের ২০ জানুয়ারি দিনটি ধার্য করা হয়েছিল। তবে সনি বলছে, অন্যান্য শর্তের মতো এটিও পূরণ হয়নি। চুক্তির কথা যখন ঘোষণা করা হয়, তখন জি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী পুনিত গোয়েঙ্কা একীভূত কোম্পানির নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

 

তবে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা গোয়েঙ্কার বিরুদ্ধে তদন্ত শুরু করার পর সনি এতে অসন্তোষ প্রকাশ করে।

 

এক বিবৃতিতে জি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, একীভূতকরণের শর্ত ভঙ্গের অভিযোগে ৯ কোটি ডলার টার্মিনেশন ফি চেয়েছিল সনি। তবে শর্ত ভঙ্গের অভিযোগগুলো ‘সরাসরি অস্বীকার’ করেছে জি।

 

চুক্তিটি প্রথম যখন ঘোষণা করা হয়, তখন নতুন পরিকল্পিত কোম্পানিটির দেশের প্রধান বিনোদন প্ল্যাটফর্ম হয়ে ওঠার সম্ভাবনা ছিল। অনেকে এ প্ল্যাটফর্মকে যুক্তরাষ্ট্রের ওয়াল্ট ডিজনির হটস্টারের প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখছিলেন।

 

দুটি প্রতিষ্ঠানই বছরের পর বছর ধরে ভারতে কার্যক্রম চালিয়ে আসছে এবং তাদের জি৫ ও সোনিলিভ নামের নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্মও রয়েছে। প্রতিষ্ঠানগুলোর পরিচালিত সনি ম্যাক্স এবং জি টিভির মতো জনপ্রিয় চ্যানেলগুলোর বিপুলসংখ্যক দর্শক রয়েছে।

 

সনি ও জি–এর একীভূতকরণ ডিজনির ভারতীয় অংশীদার ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মিডিয়ার মধ্যে পরিকল্পিত একীভূতকরণকে টেক্কা দিতে পারত।

 

বিনিয়োগ প্রতিষ্ঠান ইলারা ক্যাপিটালের বিশ্লেষক করণ তৌরানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ চুক্তি বাতিল উভয় পক্ষের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। রিলায়েন্স ও ডিজনির চুক্তি বাস্তবায়িত হয়ে গেলে ভারতীয় বাজারে প্রতিযোগিতার তীব্রতা বেড়ে যাবে।’

 

তরুণ ডিজিটাল দর্শকদের লক্ষ্য করে গড়ে ওঠা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য ভারত ক্রমেই লাভজনক বাজারে পরিণত হচ্ছে। গত কয়েক বছরে নেটফ্লিক্স, আমাজন প্রাইম এবং হটস্টারের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়েছে।

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

জি চ্যানেলের সাথে সনির হাজার কোটি ডলারের চুক্তি বাতিল

প্রকাশের সময়: ০১:৪৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

প্রায় দুই বছর আগে জাপানের সনি করপোরেশনের ভারতীয় অংশীদার ও মিডিয়া জায়ান্ট জি এন্টারটেইনমেন্ট একীভূতকরণের ঘোষণা আসে। এ দুটি প্রতিষ্ঠান একীভূত হলে এটি হতো ভারতের বৃহত্তম বিনোদন প্রতিষ্ঠানের একটি। সম্প্রতি এ পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সনি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

দুই বছর আগে ১ হাজার কোটি ডলারের প্রকল্পটিতে ৭৫টি টেলিভিশন চ্যানেল, ফিল্ম অ্যাসেটস ও দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার কথা ছিল।

 

Shwapno Online Grocery Shopping

চুক্তি বাতিলের কারণ হিসেবে সনি বলছে, একীভূতকরণের শর্তগুলো পূরণ হয়নি। তবে সূত্র বলছে, এ প্রকল্পের নেতৃত্ব নিয়ে মতবিরোধ রয়েছে।

 

সনির এ সিদ্ধান্তের জবাবে জি কর্তৃপক্ষ বলছে, তারা সনির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে।

 

চুক্তির প্রক্রিয়া বন্ধের জন্য চলতি বছরের ২০ জানুয়ারি দিনটি ধার্য করা হয়েছিল। তবে সনি বলছে, অন্যান্য শর্তের মতো এটিও পূরণ হয়নি। চুক্তির কথা যখন ঘোষণা করা হয়, তখন জি এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী পুনিত গোয়েঙ্কা একীভূত কোম্পানির নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

 

তবে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা গোয়েঙ্কার বিরুদ্ধে তদন্ত শুরু করার পর সনি এতে অসন্তোষ প্রকাশ করে।

 

এক বিবৃতিতে জি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, একীভূতকরণের শর্ত ভঙ্গের অভিযোগে ৯ কোটি ডলার টার্মিনেশন ফি চেয়েছিল সনি। তবে শর্ত ভঙ্গের অভিযোগগুলো ‘সরাসরি অস্বীকার’ করেছে জি।

 

চুক্তিটি প্রথম যখন ঘোষণা করা হয়, তখন নতুন পরিকল্পিত কোম্পানিটির দেশের প্রধান বিনোদন প্ল্যাটফর্ম হয়ে ওঠার সম্ভাবনা ছিল। অনেকে এ প্ল্যাটফর্মকে যুক্তরাষ্ট্রের ওয়াল্ট ডিজনির হটস্টারের প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখছিলেন।

 

দুটি প্রতিষ্ঠানই বছরের পর বছর ধরে ভারতে কার্যক্রম চালিয়ে আসছে এবং তাদের জি৫ ও সোনিলিভ নামের নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্মও রয়েছে। প্রতিষ্ঠানগুলোর পরিচালিত সনি ম্যাক্স এবং জি টিভির মতো জনপ্রিয় চ্যানেলগুলোর বিপুলসংখ্যক দর্শক রয়েছে।

 

সনি ও জি–এর একীভূতকরণ ডিজনির ভারতীয় অংশীদার ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মিডিয়ার মধ্যে পরিকল্পিত একীভূতকরণকে টেক্কা দিতে পারত।

 

বিনিয়োগ প্রতিষ্ঠান ইলারা ক্যাপিটালের বিশ্লেষক করণ তৌরানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ চুক্তি বাতিল উভয় পক্ষের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। রিলায়েন্স ও ডিজনির চুক্তি বাস্তবায়িত হয়ে গেলে ভারতীয় বাজারে প্রতিযোগিতার তীব্রতা বেড়ে যাবে।’

 

তরুণ ডিজিটাল দর্শকদের লক্ষ্য করে গড়ে ওঠা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য ভারত ক্রমেই লাভজনক বাজারে পরিণত হচ্ছে। গত কয়েক বছরে নেটফ্লিক্স, আমাজন প্রাইম এবং হটস্টারের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়েছে।