শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরে করোনায় মৃত্যু ১০ হাজার

ডিসেম্বরেও করোনায় বিশ্বব্যাপী ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, করোনাভাইরাস এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

বুধবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ছুটির দিনে জনসমাগম এবং বিশ্বব্যাপী করোনার নতুন ধরনের বিস্তারের কারণে ডিসেম্বরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ বাড়তে দেখা গেছে।

 

ডব্লিউএইচও প্রধান বলেন, ডিসেম্বর মাসে করোনাভাইরাসে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সময়ে বিশ্বের প্রায় ৫০টি দেশের হাসপাতালে করোনা রোগীর ভর্তি হার ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশিরভাগই ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে।

 

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদফতরে সংস্থাটির মহাপরিচালক সাংবাদিকদের বলেন, যদিও মহামারির সময়ের তুলনায় মাসে ১০ হাজার মৃত্যু অনেক কম, তবে প্রতিরোধযোগ্য পর্যায়ে এসে এই মৃত্যুর সংখ্যা গ্রহণযোগ্য নয়।

 

তেদ্রোস বলেন, এটা ‘নিশ্চিত’ যে অন্যান্য দেশেও শনাক্তের হার বাড়ছে, কিন্তু জানা যাচ্ছে না বা রিপোর্ট করা হচ্ছে না। তিনি সব দেশের সরকারকে নজরদারি এবং চিকিৎসা ও টিকা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এ ছাড়া জনগণের প্রতি টিকা দেওয়া, পরীক্ষা করাসহ মাস্ক পরা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তেদ্রোস।

 

ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ‘জেএন.১ ভেরিয়েন্ট’ এখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য, যা ওমিক্রনের একটি ধরন। তাই বর্তমান টিকাগুলোতে এখনো সুরক্ষা থাকার কথা।

জনপ্রিয়

দ্যা ডিসেন্টের অনুসন্ধান : হাদিকে গুলি করার আগে অপরাধীরা তার সাথে জনসংযোগেও ছিলো !

ডিসেম্বরে করোনায় মৃত্যু ১০ হাজার

প্রকাশের সময়: ০১:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

ডিসেম্বরেও করোনায় বিশ্বব্যাপী ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, করোনাভাইরাস এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

বুধবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ছুটির দিনে জনসমাগম এবং বিশ্বব্যাপী করোনার নতুন ধরনের বিস্তারের কারণে ডিসেম্বরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ বাড়তে দেখা গেছে।

 

ডব্লিউএইচও প্রধান বলেন, ডিসেম্বর মাসে করোনাভাইরাসে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ সময়ে বিশ্বের প্রায় ৫০টি দেশের হাসপাতালে করোনা রোগীর ভর্তি হার ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশিরভাগই ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে।

 

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদফতরে সংস্থাটির মহাপরিচালক সাংবাদিকদের বলেন, যদিও মহামারির সময়ের তুলনায় মাসে ১০ হাজার মৃত্যু অনেক কম, তবে প্রতিরোধযোগ্য পর্যায়ে এসে এই মৃত্যুর সংখ্যা গ্রহণযোগ্য নয়।

 

তেদ্রোস বলেন, এটা ‘নিশ্চিত’ যে অন্যান্য দেশেও শনাক্তের হার বাড়ছে, কিন্তু জানা যাচ্ছে না বা রিপোর্ট করা হচ্ছে না। তিনি সব দেশের সরকারকে নজরদারি এবং চিকিৎসা ও টিকা সরবরাহ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

এ ছাড়া জনগণের প্রতি টিকা দেওয়া, পরীক্ষা করাসহ মাস্ক পরা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তেদ্রোস।

 

ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ‘জেএন.১ ভেরিয়েন্ট’ এখন বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য, যা ওমিক্রনের একটি ধরন। তাই বর্তমান টিকাগুলোতে এখনো সুরক্ষা থাকার কথা।