
মামলা-মোকদ্দমা নিয়ে বেশ বিপদে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে আরও একটি নতুন অভিযোগে উঠেছে।
নতুন অভিযোগ হলো ক্ষমতায় থাকতে কয়েকটি বিদেশি সরকারের কাছ থেকে তিনি মোটা অঙ্কের অর্থ গ্রহন করেছেন । মার্কিন কংগ্রেসের এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
ডেমোক্র্যাটস অন দ্য হাউস ওভারসাইট কমিটির ওই রিপোর্টে বলা হয়েছে, ক্ষমতায় থাকতে ২০টি বিদেশি সরকার ও সরকার প্রধানের কাছ থেকে অন্তত ৭৮ লাখ ডলার অর্থ গ্রহণ করেছে ট্রাম্পের ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ নিয়েছেন চীনের কাছ থেকে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ,দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় , নিউইয়র্ক শহরে অবস্থিত ট্রাম্প টাওয়ারে এবং ওয়াশিংটন ও লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে চীন প্রায় ৫৬ লাখ ডলার প্রদান করেছে।
কালের চিঠি , যুক্তরাষ্ট্র প্রতিনিধি 























