
স্বাধীনতা দিবসে ৯৬৫২ নাগরিক ও ১১৪ বিদেশী বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিচ্ছে মিয়ানমার।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজ্য প্রশাসনিক কাউন্সিল ঘোষণা করেছে ৯৬৫২ বন্দী এবং ১১৪ জন বিদেশিকে ৭৬ তম স্বাধীনতা দিবসের সম্মানে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ৭৬ তম স্বাধীনতা দিবসের স্মরণে এবং জনশান্তি ও মানবিক কারণে, বিভিন্ন কারাগার থেকে ৯৬৫৩ জন বন্দিকে ৪০১ ধারায়, উপ-ধারা (ক) অনুসারে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে।
ফৌজদারি পদ্ধতিতে তারা আবার দোষী সাব্যস্ত হলে, তারা নতুন সাজা ছাড়াও বাকি শাস্তি পেতে সম্মত হবে শর্তে অঙ্গীকার করার পর তাদের মুক্তি দেয়া হবে।
এছাড়াও, আদেশে আরো বলা হয়, ৭৬ তম স্বাধীনতা দিবসের স্মরণে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে ও মানবিক বিবেচনায় ১১৪ জন বিদেশি বন্দিকেও ক্ষমা করা হবে। যারা বিভিন্ন কারাগারে তাদের সাজা ভোগ করছিল। এরপর তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দিদের মুক্তির খবর পাওয়ার পর ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে স্বজনদের অপেক্ষায় বহু মানুষ জড়ো হয়েছেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পায় মিয়ানমার। তারপর থেকে এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে দেশটি।
কালের চিঠি ডেস্ক 























