
গাইবান্ধা প্রতিনিধি-
গাইবান্ধা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের দু:স্থ, অসহায় শীতার্ত ৫শ’ মানুষের মধ্যে গতকাল শনিবার স্ট্রাকচার ইঞ্জিনিয়ানিং লিমিটেডের উদ্যোগে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব চত্বরে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্ট্রাকচার ইঞ্জিনিয়ানিং লিমিটেডের প্রতিনিধি রুমি খান, নওশাদ খান, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জনি, আরিফুল ইসলাম বাবু, বিশিষ্ট নাট্যকর্মী শাহ আলম বাবলু, নাট্যকর্মী মানিক বাহার, হোমিও চিকিৎসক কবি কিংশুক ভট্টাচার্য, আলম মিয়া প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 


















