
যুক্তরাষ্ট্র হামলা চালালে সেটার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে প্রতিবেশী দেশগুলেকে সতর্ক করেছে ইরান।
বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেওয়ার পর বুধবার তেহরান এই প্রতিক্রিয়া দেখিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
জ্যেষ্ঠ একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তেহরান এই অঞ্চলে মার্কিন মিত্রদের "ওয়াশিংটনকে ইরানে আক্রমণ করা থেকে বিরত রাখতে" বলেছে।
"সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে তুরস্ক পর্যন্ত এই আঞ্চলের দেশগুলোকে তেহরান বলেছে, যদি আমেরিকা ইরানকে লক্ষ্য করে, তবে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করা হবে,” নাম প্রকাশ না করার শর্তে ইরানি ওই কর্মকর্তা বলেছেন।
ওই কর্মকর্তা আরো বলেন যে, উত্তেজনা বাড়তে থাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে।
এদিকে, ইসরায়েলি একটি মূল্যায়নের বরাত দিয়ে সেখানকার একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এই পদক্ষেপের পরিধি এবং সময় এখনো স্পষ্ট নয়।
কাতারের আল উদেইদে অবস্থিত কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরসহ ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী মোতায়েন রয়েছে।
আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেখানকার কিছু মার্কিন সেনা সদস্যকে পরামর্শ দেওয়া হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। তবে সূত্রগুলো এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi