মাহফিলে বক্তৃতার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন গাইবান্ধার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের প্রধান মৌলভী ও জনপ্রিয় ইসলামি আলোচক হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম (৩৮) । আজ ৮ ডিসেম্বর (সোমবার ) ভোর চারটায় রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ৬ ডিসেম্বর (শুক্রবার) রাতে মহিমাঞ্জে একটি মাহফিলে ধর্মীয় আলোচনা করছিলেন মৌলভী ফরিদুল ইসলাম। আলোচনার এক পর্যায়ে তিনি হঠাৎ করেই মাথা ঘুরে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়ে যান। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন ও স্থানীয় শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ক্লিনিকে নেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মাওলানা ফরিদুল ইসলামের ঘনিষ্ঠ সহচর নাসির উদ্দিন লিমন জানান, গত ৬ ডিসেম্বর মাহফিলের মঞ্চে উঠে বক্তৃতা শুরুর এক দেড় মিনিট পড় হুজুর অসুস্থ হয়ে পড়ে এরপর মাহফিলের আয়োজক কমিটি তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে সংকটাপন্ন অবস্থায় রংপুর রেফার্ড করা হয়। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে সমস্ত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।
মাওলানা ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলে প্রধান মৌলভী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের একতার বাজার গ্রামে । তিনি এলাকায় একজন জনপ্রিয় আলেম, প্রিয় শিক্ষক ও সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় মানুষ ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে শোকের আবহ নেমে এসেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক প্রকাশ করে নানা পোস্ট ও দোয়া কামনা করছেন পরিচিতজন, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi