গাইবান্ধা জেলায় প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের রদবদল হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি)—দুই গুরুত্বপূর্ণ পদেই যোগদান করেছেন নতুন কর্মকর্তারা। এর মধ্য দিয়ে জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হলো।
মঙ্গলবার (১৮ নভেম্বর) গাইবান্ধার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। গত ১৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে গাইবান্ধার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তিনি এর আগে ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও সফলতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
এর আগে ৮ নভেম্বর রাতে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও, যোগদানের আগেই তাঁকে বিদ্যুৎ বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়।
বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে গাইবান্ধা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সরোয়ার আলম। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের ঘোষণা আসে। তিনি এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।
অন্যদিকে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi