নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪শ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে মাছগুলো এতিমখানাসহ দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ নভেম্বর ভোর ৪টা পর্যন্ত হাতিয়া স্টেশন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক দুটি কাঠের নৌকা তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।
জব্দ মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা। তবে প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi