গাইবান্ধার সাদুল্যাপুরে বৃদ্ধা সাইদা খাতুন (৬৮) ধর্ষনকারী আইয়ুব আলী(৪০)কে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইত্যাদি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সাদুল্যাপুর থানার আলীনগর গ্রামের আকবুর আলীর পুত্র।
জানা যায়, গত মাসের ১৯ তারিখ সকাল ১০টার দিকে সাইদা খাতুন বাড়ির পাশে আধা কিলোমিটার দূরে আইয়ুব আলীর হলুদ ক্ষেতে ছাগল চড়াতে গেলে তাকে একাকী পেয়ে জোরপূর্বক ধর্ষণ। এসময় বৃদ্ধার বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা এগিয়ে সে পালিয়ে যায়। পরে বৃদ্ধাকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। এঘটনায় ধর্ষনের শিকার সাইদা বেগমের পুত্র ময়নুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে এবং আসামীকে গ্রেফতার ও শাস্তির দাবীতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করে।
দুই সপ্তাহ পর পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেফতার। আজ বিকালে (সোমবার) বিকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা চাঞ্চল্যকর চাঞ্চল্যকর এই ঘটনা ও আসামী গ্রেফতার বিষয়ে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস ব্রিফিং করেন।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi