দীর্ঘ নয় মাস পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা দ্বীপে যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দেওয়া হবে। তবে তারা সেখানে রাতযাপন করতে পারবেন কি না—সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে পরিবেশ সংরক্ষণে গত নয় মাস ধরে সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এর ফলে দ্বীপের পর্যটন ব্যবসা স্থবির হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় পর্যটকবাহী জাহাজ চলাচলও।
সরকার জানিয়েছিল, সেন্ট মার্টিনের নাজুক জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি দ্বীপটিকে স্থানীয় জনগণকেন্দ্রিক, টেকসই ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi