গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকার দণ্ড (ফ্ল্যাগ স্ট্যান্ড) ব্যবহার করে জুতা ওড়ানোর ঘটনায় মারুফ হাসান মিরাজ নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়।
রবিবার সকালে আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।
ভিডিওটিতে দেখা যায়, এক যুবক পতাকা উত্তোলনের রশিতে একটি জুতা বেঁধে ওপরে তুলছেন। তার আশপাশে কয়েকজন যুবক দাঁড়িয়ে মজা করছেন ও হাসছেন। প্রায় ২০ সেকেন্ডের এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর শনিবার বিকালে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মারুফ হাসান মিরাজকে তার বাড়ি থেকে আটক করে। সে রামভদ্র গ্রামের বাসিন্দা এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র।
এ বিষয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম ফেসবুকে লিখেছেন, “এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী দোষীদের শাস্তি হবে।” পাশাপাশি তিনি সবাইকে ভিডিওটি সামাজিক মাধ্যমে না ছড়ানোর অনুরোধ জানান।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়েছে। ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi