গাজাবাসীর জন্য ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। এ খবর ইতিমধ্যে সবারই জানা হয়ে গেছে।
তবে অনেকেই জানেন না গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আছেন আরও একজন বাংলাদেশি, তবে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আকতার। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মোরপেথে রুহির জন্ম।
রুহি সুমুদ ফ্লোটিলার প্রথম ধাপের অংশগ্রহণকারী, ১৮ সেপ্টেম্বর থেকে প্রথম নৌবহরের সাথে রয়েছেন। রুহি লোরেন আকতার ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি) নামের মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা।
সংস্থাটি যুদ্ধ ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষদের জরুরি খাদ্য, স্বাস্থ্যসামগ্রী, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব প্রশিক্ষণ দেয়। বর্তমানে সংস্থাটির কার্যক্রম গাজা ও গ্রিসে চলছে।
বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ রুহি ২০২৫ সালের অক্টোবরে নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডে ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা পান।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi