বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওসি মাইনুল ইসলাম। জিডিতে তিনি অভিযোগ করেন, স্থানীয় এক যুবলীগ নেতা এ হুমকির সঙ্গে জড়িত।
অভিযুক্ত ব্যক্তি মিথুন ঢালী—তিনি রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাজিরায় গোপন বৈঠক করেন মিথুন ঢালী। পরদিন তারা গোপনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিল করেন।
ঘটনাটি জানতে পেরে পুলিশ অভিযান চালালে মিথুন ঢালী উপজেলার কুণ্ডেরচর এলাকার ফিরোজ খার বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানে পুনরায় অভিযান চালালে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করেন, তবে মিথুন পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ২ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় মিথুন ঢালী দ্বিতীয় আসামি হিসেবে নাম আসে।
এরপর শুক্রবার দুপুরে এক বিদেশি নম্বর থেকে ফোন করে জাজিরা থানার ওসিকে হুমকি দেন মিথুন ঢালী। ফোনে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ওসিকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় জাজিরা থানায় জিডি করা হয়েছে (নম্বর ৯৫)।
এ বিষয়ে কথা বলতে মিথুন ঢালীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।
ওসি মাইনুল ইসলাম বলেন, “মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ ঘটনায় মামলা হওয়ার পর তিনি বিদেশি নম্বর থেকে ফোন করে আমাকে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi