প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ২:৩৩ পি.এম
গাইবান্ধায় পুকুরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

গাইবান্ধা সদর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পুরাতন বাদিয়াখালী এলাকার মিয়াপাড়া মসজিদ সংলগ্ন পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।বাদিয়াখালী ইউপি সদস্য নুর আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ সকালের দিকে ওই পুকুরে হঠাৎ করে এক নারীর মরদেহ ভাসতে দেখা গেছে। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে শত শত মানুষের ঢল নামে। কিন্তু নারীটির পরিচয় জানে না কেউ।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণসহ পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi