ইসরাইল জানিয়েছে, গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কোনো নৌযানই অবরুদ্ধ গাজা উপকূলে পৌঁছাতে পারেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত কোনো নৌযানই ‘সক্রিয় যুদ্ধক্ষেত্র’ বা ‘আইনসম্মত নৌ অবরোধ’ ভাঙতে সফল হয়নি। আল জাজিজার খবরে এ কথা জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আটক যাত্রীদের সবাই সুস্থ আছেন এবং নিরাপদে তাদের ইসরাইলের বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।
তবে মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এখনও একটি নৌযান যাত্রা অব্যাহত রেখেছে। সেটি যদি গাজার দিকে এগিয়ে ‘যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা অবরোধ ভাঙার চেষ্টা করে’, তবে সেটিকেও আটক করা হবে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi