গাইবান্ধা সরকারি কলেজে সম্প্রতি ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, কলেজের একটি শ্রেণিকক্ষে “জয় বাংলা জিতবে এবার নৌকা” গানটি বাজছে। গানটির তালে তালে কলেজ পোশাক পরিহিত কিছু শিক্ষার্থী আনন্দ-উল্লাসে মেতে ওঠে।
ঘটনাটি ঘটে গত ২৫ অক্টোবর। ওই রাতে যমুনা টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন আড্ডার টেবিলে এ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিও সূত্র ধরে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, এটি ছিল তাদের “মজা করার একটি মুহূর্ত”। কলেজ ছুটির পর তারা হলের রুমে থাকা সাউন্ড সিস্টেমে গান চালিয়ে নাচানাচি শুরু করে। শিক্ষার্থীরা দাবি করে, কোনো রাজনৈতিক সমর্থনের উদ্দেশ্যে নয়, বরং নিছক বিনোদনের জন্য গানটি বাজানো হয়েছিল।
এক শিক্ষার্থী বলেন,“ক্লাস শেষে আমরা রুমে ছিলাম। তখন গান চালানো হয়। সবাই মজা করার জন্য উল্লাস করেছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমাদের ছিল না।”
তবে ভিডিও প্রকাশের পর ভিন্নধর্মী প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন—সরকারি কলেজের শ্রেণিকক্ষে রাজনৈতিক গান বাজানো কতটা শোভন? আবার অনেকে বলছেন, শিক্ষার্থীদের উচ্ছ্বাসকে রাজনীতির চশমা দিয়ে দেখা উচিত নয়।
গাইবান্ধা সরকারি কলেজের একজন শিক্ষক বলেন,
“শিক্ষার্থীরা হয়তো বিনোদনের জন্য এমনটি করেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে রাজনৈতিক গান চালানো উচিত নয়। এতে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয়।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ মুঠোফোনে জানান , ঘটনাটি গতকাল বিকালে আমার নজরে এসেছে। আমি এ বিষয়ে তদন্তের জন্য উপাধ্যক্ষসহ কয়েকজনের সমন্বয়ে একটি টিম গঠন করেছি তার বিষয়টি তদন্ত করবেন। এসময় তিনি আরও বলেন এটি বিনোদন কিনা তা এখনো নিশ্চিত নয় তবে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেবো।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi