ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সংগীতশিল্পী-ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গুয়াহাটির গরিগাঁওয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আসাম পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)।
জুবিনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন শেখর জ্যোতি। এছাড়া সিঙ্গাপুরেও তিনি জুবিনের সঙ্গে ছিলেন।
অভিযোগ, শেখরের কথাতেই পানিতে নেমেছিলেন জুবিন। কিন্তু সাঁতরে আর পারে ফেরা হয়নি তার। জলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে এবং আনুষ্ঠানিক চার্জ গঠন করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থইস্ট ফেস্টিভালের আয়োজক ও ব্যবসায়ী শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, মহন্ত বর্তমানে গুয়াহাটি বিমানবন্দরে রয়েছেন এবং সিআইডির সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের আরও কয়েকজন সদস্যও তদন্তের আওতায় রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ ও ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার আগে ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে পানিতে নেমে প্রাণ হারান তিনি। তার দ্বিতীয় ময়নাতদন্তের পর রিপোর্টে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সূত্র: দ্য ওয়াল ও এবিপি।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi