প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৪:০৮ পি.এম
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিলো জাতিসংঘ

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী ও স্বচ্ছ রাখতে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে দেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, সংস্কার কার্যক্রম ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গুইন লুইস বলেন, “জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও আশ্বাস দেন যে, নির্বাচন কমিশনকে সহায়তা দিয়ে নির্বাচনের স্বচ্ছতা, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে উভয়পক্ষ সরকার ও জাতিসংঘের মধ্যে চলমান সহযোগিতা ও শক্তিশালী অংশীদারিত্বকে আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন। বিশেষভাবে সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং মাসের শেষে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও বৈঠকে আলোচিত হয়। গুইন লুইস এবং প্রধান উপদেষ্টা ইউনূস দুপক্ষই রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক তহবিলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, অর্থসংকট ইতোমধ্যেই শিক্ষা ও অন্যান্য জরুরি সেবায় প্রভাব ফেলছে। ইউনূস এ সংকটে কার্যকর মানবিক প্রতিক্রিয়া বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সংহতি ও বাড়তি সহায়তার ওপর জোর দেন।
গুইন লুইস বাংলাদেশের রূপান্তর প্রক্রিয়া ও উন্নয়ন অগ্রাধিকারে জাতিসংঘের অবিচল সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি টেকসই উন্নয়ন, দীর্ঘমেয়াদি সমৃদ্ধি এবং গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত সহায়তা নিশ্চিত করতে তৎপর থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi