প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৩:৩৭ পি.এম
সাঘাটায় বাসর ঘরে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ,স্বামীসহ আটক ৭

গাইবান্ধার সাঘাটায় এক নববধূকে (১৮) বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় তার স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ৫নং কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার দুপুরে ওই নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া হলে,প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্য চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান,“চিকিৎসা নিতে আসা ওই নববধূর শরীরে ধর্ষন ও নির্যাতনের আলামত পাওয়া গেছে।”
জানা গেছে, সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সাথে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরিব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের সাথে গত বুধবার ২ লক্ষ ৩০ হাজার টাকা দেনমোহর ধার্য করে পারিবারিভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বড়ীতে গত বৃহস্পতিবার রাতে এ গণধর্ষনের শিকার হন ওই ভুক্তভোগী নারী।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, “এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আসিফ মিয়াসহ ৭জন আটক করা হয়েছে। তদন্ত চলছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi