২০০৭ সালে প্রথম বাজারে আনার পর থেকে এখন পর্যন্ত ৩ বিলিয়ন আইফোন বিক্রি করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বৃহস্পতিবার (৩ আগস্ট) তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের সময় এই তথ্য জানান অ্যাপল সিইও টিম কুক।
সময়ের সঙ্গে আইফোনের জনপ্রিয়তা সমান হারে বেড়েছে। প্রথম ১ বিলিয়ন আইফোন বিক্রি হতে অ্যাপলের সময় লাগে ৯ বছর। ২০১৬ সালে সেই মাইলফলক অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। আর পরবর্তী ৯ বছরেই বিক্রি হয়েছে আরো ২ বিলিয়ন ইউনিট।
তবে ৩ বিলিয়ন আইফোন বিক্রির মাইলফলক ছুঁলেও অ্যাপলের জন্য সময়টা পুরোপুরি স্বস্তির নয়। চলতি বছর শেয়ারবাজারে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে কোম্পানিটি। বাজারমূল্যের দিক থেকে অ্যাপলকে ছাড়িয়ে গেছে এনভিডিয়া ও মাইক্রোসফট।
তবুও আশার কথা হচ্ছে, চলতি প্রান্তিকে আইফোন বিক্রি প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য, আইফোনের বিক্রি বেড়েছে ১৩ শতাংশ, এখান থেকে আয় হয়েছে ৪৪.৬ বিলিয়ন ডলার। এটাই পুরো প্রান্তিকে কোম্পানিটির মোট ৯৪ বিলিয়ন ডলারের প্রায় অর্ধেক আয়।
তবে এই বাড়তি বিক্রি সাময়িক হতে পারে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক। ব্লুমবার্গের ব্যবস্থাপনা সম্পাদক ও অ্যাপল বিশ্লেষক মার্ক গারম্যান মনে করেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য ট্যারিফ নীতির কারণে দাম বেড়ে যেতে পারে, এই আশঙ্কায় অনেকে আগেভাগে আইফোন কিনে ফেলেছেন। এজন্য হয়তো এই প্রান্তিকে বিক্রির সংখ্যা বেশি দেখা গেছে।
সূত্র : টেক ক্রাঞ্চ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi