বাজেট বরাদ্দে উত্তরবঙ্গের প্রতি বৈষম্যের অভিযোগ এনে রংপুরের মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে উত্তরবঙ্গের উন্নয়নে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানানো হয়। এই দুই দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় মডার্ন মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিবছর বাজেটে রংপুরসহ উত্তরাঞ্চল অবহেলিত থেকে যাচ্ছে। সিটি করপোরেশন থেকে শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই বাজেট বৈষম্য প্রকট। এবারের বাজেটেও এই চিত্রের ব্যতিক্রম হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে।
ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া শিবলী সাদিক নামে এক শিক্ষার্থী বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে কোনো প্রকার বৈষম্য থাকবে না। কিন্তু রংপুরের নানা উন্নয়নে কোনো বাজেট বরাদ্দ দেয়নি অন্তর্বর্তী সরকার। উত্তরবঙ্গের উন্নয়নে যুগের পর যুগ ধরে বাজেটে বৈষম্য চলে আসছে। সেই বৈষম্য দূর করার জন্য তাদের এই আন্দোলন।
শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, এখনও রংপুর বিভাগ বাজেট বৈষম্যের শিকার। দূর হয়নি বিশ্ববিদ্যালয়সহ এই অঞ্চলের মানুষের প্রতি অবহেলা। উত্তরবঙ্গের উন্নয়নে ন্যূনতম কোনো বাজেট প্রণয়ন করা হয়নি।
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামমাত্র কয়েকটি অনুষদ নিয়ে চলে। আমরা মানসম্মত শিক্ষা ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই।
তিনি জানান, উত্তরবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং রংপুরের সাধারণ জনতাকে নিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এ উদ্দেশ্য মঙ্গলবার শহীদ আবু সাঈদ চত্বর থেকে ‘মার্চ টু জেলা প্রশাসক’ ও ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি পালন করা হবে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi