গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, অনুমোদন ছাড়াই সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ৪৩৪ বস্তা সার ৬ হাজার ৯০০ বস্তা ধান বীজ জব্দ করা হয়।
বুধবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
এর আগে গতকাল মঙ্গলবার (১জুলাাই) দিবাগত রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টা থেকে ২টা পর্যন্ত উপজেলার পৌর বাজারে অভিযান পরিচালান করা হয়। এসময় মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, মেসার্স শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় বিভিন্ন দোকানে থেকে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯০০ কেজি সরকারি ধান বীজ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন, অনুমোদন ছাড়াই সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা, গীতা সার ঘরকে ২০ হাজার ও মেসার্স শ্রী অমরেন্দ্র নারায়ন চাকীকে ১০ হাজারসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকেবে জানান তিনি।
এসময় গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi