যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে অনুষ্ঠিত গ্লোবাল ভিলেজ বইমেলা ২০২৫-এ বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রখ্যাত সাহিত্যিক, কবি ও সাদাত হোসাইন অর্জন করেছেন গ্লোবাল ভিলেজ সাহিত্য পদক।
২২ শে জুন রবিবার অস্টিনের ক্লাব অফ ওয়েলসে অনুষ্ঠিত কালের চিঠি গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে অস্টিন বই মেলায় তাকে এই সন্মানা পদক দেওয়া হয়।

বইমেলার আয়োজক "রিদম অফ গ্লোবাল ভিলেজ" জানায়, বাংলা ভাষায় সমসাময়িক সমাজ, মানবতা ও প্রেম-ভালোবাসার অনুপম প্রকাশ ঘটানোয় এই পুরস্কার দেওয়া হয় সাদাত হোসাইনকে। তার সাম্প্রতিক উপন্যাস ও কবিতা পাঠক ও সাহিত্য বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে।
পদক প্রদান অনুষ্ঠানে সাদাত হোসাইন বলেন,
"এই সম্মান শুধু আমার একার নয়, এটি বাংলা ভাষা ও বাংলাদেশের সাহিত্যিক ঐতিহ্যের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি।"
তিনি আরও বলেন,"বিশ্বের পাঠকের কাছে আমাদের গল্প, আমাদের কষ্ট আর স্বপ্ন পৌঁছে দেওয়াই আমার লেখার উদ্দেশ্য।"

উল্লেখ্য, অস্টিন বইমেলাটি এ বছরই প্রথম বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের লেখক, প্রকাশক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। মেলায় বাংলা ভাষার প্রতি বিদেশি পাঠকদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়, বিশেষত সাদাত হোসাইনের বই নিয়ে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণকারী প্রকাশকদের মতে, এই পুরস্কার আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে বাংলা ভাষার জন্য একটি বড় সাফল্য।
সাহিত্য বিশ্লেষকরা মনে করছেন, সাদাত হোসাইনের এই অর্জন তরুণ লেখকদের অনুপ্রেরণা জোগাবে এবং বাংলা সাহিত্যকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে সহায়ক হবে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi