গাইবান্ধায় বিলুপ্ত প্রজাতির একটি কালিম পাখিকে উদ্ধারের পর অবমুক্ত করেছে বণ্যপ্রাণী ও পরিবেশ নিয়ে কাজ করা শিক্ষার্থীদের সংগঠন তীর এর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় , গতকাল ৪ জুন বুধবার গাইবান্ধার দক্ষিন নারায়নপুরের কচুর জমি থেকে দেশীয় প্রজাতির কালিম পাখিটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিচার্স (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মো: মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শেখ ফরিদ, প্রচার সম্পাদক মো: মেজবাহুল হক পাখিটি শিকারির বাড়ি থেকে উদ্ধার করে।
তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেন বলেন বিলুপ্ত প্রজাতির এই পাখিটি প্রকৃতির একটি অংশ, এটি পরিবেশ সহ জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মোঃ জাহাঙ্গীর কবির এর নির্দেশনায় কালিম পাখিটিকে উদ্ধার শেষে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা জানান আজ পরিবেশ দিবসে বন্য প্রাণী উদ্ধার ও অবমুক্ত করতে পেরে আমরা অনেক আনন্দিত।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন - তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা ২০১৯ সাল থেকে পরিবেশ, জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi