মোস্তাফিজুর রহমান ,সাঘাটা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ছাগলের হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাটে অনুমোদিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় ইজারাদারদের সতর্কও করা হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাছির মারুফের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় দেখা যায়, হাট ইজারাদাররা সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন, যা হাট ব্যবস্থাপনার নিয়মবিরুদ্ধ। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাছির মারুফ জানান, “সরকারি নিয়মবহির্ভূতভাবে টোল আদায় করা যাবে না। তাদের সতর্ক করে জরিমানা ও হাটে মুল্য তালিকা লাগানো নির্দেশ প্রদান করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ খামারিরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, নিয়মিত অভিযান হলে সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi