আশরাফুল ইসলাম :: গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র গোলাম সারোয়ার বিপ্লবের ৭০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ। এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগাঠনিক সম্পাদক শাহজালাল সরকার, কোষাধ্যক্ষ সায়েদ আলী, সড়ক সম্পাদক সাদেকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম মিন্টু, প্রচার সম্পাদক রাজা মিয়া, কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদ, রবিউল ইসলাম লিয়াকতসহ অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। শেষে সকল শ্রমিকগণ পলাশবাড়ী মহাসড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে রাখেন। এর আগে সভাপতির বক্তব্যে মুশফিকুর রহমান রিপন বলেন- "আওয়ামী ফ্যাসিস্টের দোসর বিপ্লব পলাশবাড়ীর শ্রমিক জনতাকে ব্যবহার করে নিজের আখের গুছিয়েছেন। বিপ্লবকে পলাশবাড়ীতে অবাঞ্চিত ও তার সকল ধরণের ব্যবসা বানিজ্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi