পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই এই তারিখ ঘোষণা করেছে। খবর গালফ নিউজ
ব্রুনাইয়ে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে জিলকদ মাস শেষ হবে বুধবার (২৮ মে)। ফলে ব্রুনাইয়ে কুরবানীর তারিখ ঘোষণা করা হয়েছে শনিবার (৭ জুন)।
মালয়েশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে বৃহস্পতিবার (২৯ মে) থেকে হিজহজ মাস শুরু হবে। এজন্য মালয়েশিয়া কর্তৃপক্ষ ঈদুল আজহার তারিখ শনিবার (৭ মে) ঘোষণা করেছে।
তবে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী শুক্রবার (৬ জুন) কুরবানীর তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, জিলহজ হিজরি সনের ১২তম মাস। এ মাসেই পবিত্র হজ এবং কুরবানী পালিত হয়। পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি ইতোমধ্যে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi