গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খেলার জন্য ৪ বন্ধু মিলে ব্রিজ থেকে নদীর পানিতে লাফ দেয়। এসময় হাবিব মিয়া (১২) নামের এক বন্ধু নিখোঁজের ৩ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবরী ও ফায়ার সার্ভিসের দল।
সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নির ব্রিজের নলেয়া নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাবিব মিয়া ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী (জমিদার বাজার) গ্রামের আশাদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে হাবিব মিয়াসহ তার আরও তিন বন্ধু শৈশবের দূরন্তপনায় ওই ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে খেলছিলো। এরই মধ্যে হাবিব মিয়া সেখানকার নলেয়া নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবরী দল এসে অনুসন্ধান শুরু করেন। এসময় ঘটনা স্থলের অদূরে নদী থেকে হাবিব মিয়ার মরদেহ উদ্ধার করেছে দলটি।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইদিলপুর ইউপি সদস্য রুহুল আমিন। তিনি বলেন, পানিতে লাফ দিয়ে খেলতে গিয়ে হাবিব মিয়া নামেরে এক শিশুর মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা উচিত।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi