প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৫, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ২:০৫ পি.এম
গাইবান্ধায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে (শনিবার) রাতে গাইবান্ধা দারুল আমান ট্রাষ্টে অনুষ্ঠিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ জহুরুল হক,
বাইতুল মাল সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য একেএম ফেরদৌস আলম প্রমুখ।
অনুষ্ঠানে গাইবান্ধা সদরের সকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা ইসলামী আন্দোলনের গুরুত্বের পাশাপাশি প্রতিজন জনশক্তিকে
নৈতিকতার সাথে নিজেদের মানোন্নয়নের জন্য আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi