প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ১:৪১ পি.এম
গাইবান্ধায় বন্যার আগাম প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত

গাইবান্ধায় বন্যায় ক্ষয়ক্ষতি হ্রাসে আগাম প্রস্তুতি নিতে শনিবার (২৪ মে) মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষাকালীন নদীবাহিত বন্যার জন্য জাতীয় পূর্ব প্রস্তুতি প্রোটোকল ভিক্তিক একটি সিমুলেশন অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাাপনা অধিদপ্তর এবং অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রæপের যৌথ সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পূর্বাভাস-ভিত্তিক অর্থায়ন কর্মপরিকল্পনা টাস্কফোর্সের সভাপতি কেএম আবদুল ওয়াদুদ।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi