গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক মতবিনিময় সভায় ছাত্রলীগ নেতা সাদ্দাম তালুকদারের উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
সাদ্দাম তালুকদার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার গাইবান্ধা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির ওই সভা হয়। সেখানে দলীয় কর্মকাণ্ড জোরদার, উপজেলা কমিটি গঠন ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
সভায় অংশ নেন এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব ও সাদিয়া ফারজান দিনা, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা।
তবে সভায় ছাত্রলীগ নেতা সাদ্দামের উপস্থিতি নিয়ে দলের ভেতরে এবং বাইরে শুরু হয় তীব্র বিতর্ক।
২০১৩ সালে গঠিত শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাদ্দাম। সেই কমিটি এখনও বাতিল না হওয়ায় তিনিই এখনো পদে রয়েছেন।
এনসিপির একাধিক নেতা অভিযোগ করেন, “ছাত্রলীগের মতো বিতর্কিত একটি সংগঠনের নেতাকে আমাদের সভায় দেখা যাওয়াটা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এনসিপি যদি পুরোনো ধারা রাজনীতির লোকদের আশ্রয় দেয়, তাহলে ‘পরিবর্তন’-এর বার্তাটা মূল্যহীন হয়ে পড়বে।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মন্তব্য করেছেন, “যদি পুরোনো রাজনীতির চেনা মুখগুলোই এখানে জায়গা পায়, তাহলে এনসিপি আর কীভাবে বিকল্প শক্তি হবে?”
বিষয়টি নিয়ে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ বলেন, “সাদ্দাম তালুকদার নামের কাউকে আমি চিনি না।”
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi