দিনাজপুরের বিরলে ধর্মপুর ফরেস্ট বীট এলাকায় দেশে এই প্রথম দেখা মিলেছে বিপন্ন প্রায় বিরল প্রজাতির উদ্ভিদ বন খেজুর গাছের। বাংলাদেশে এই প্রথম কোনো বন খেজুর গাছের সন্ধান পাওয়া গেল বলে জানিয়েছেন বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞগণ।
সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ফরেস্ট বিটের আওতাধীন কৈকুড়ী পাটাবন এলাকায় দেখা মিলেছে বিরল প্রজাতির এই বন খেজুর গাছের।
রোববার (১১ মে) বিরল প্রজাতির উদ্ভিদ এই খুদি বা বন খেজুর গাছটি পরিদর্শনে যান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ ন্যাশনাল হাইবেরিয়াম এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সাইদুর রহমান।
এসময় তার সঙ্গে ছিলেন- সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মোশারফ হোসেন, সদর রেঞ্জ কর্মকর্তা মান্নান হোসেন ও ধর্মপুর বিটের বিট কর্মকর্তা মহসিন আলীসহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ধর্মপুর বিটের বন কর্মকর্তা মো. মহসিন আলী।
বিশেষজ্ঞগণ জানান, বিরল প্রজাতির এই উদ্ভিদ খুদি বন খেজুর গাছটির বিজ্ঞানসম্মত নাম হল ফনিক্স অ্যাকুলিশ। সারা বাংলাদেশে এই গাছটির আর কথাও দেখা যায়নি। এবারেই প্রথম এই বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট বীট এলাকায় সন্ধান পাওয়া গেল। পরিবেশের জন্য এই বন খেজুর গাছটির গুরুত্ব অপরিসীম। তাই এটিকে সংরক্ষণ করা একান্ত জরুরি।
সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার কালবেলাকে জানান, খেজুর গাছটি সংরক্ষণের জন্য সরকার তথা বন বিভাগ দ্রুত ব্যবস্থা নেবে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi