যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিলাসবহুল জাম্বো জেট উপহার দিচ্ছে কাতারের রাজপরিবার। জেটটির আনুমানিক দাম ৪০০ মিলিয়ন। এই উড়োজাহাজটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্যই বরাদ্দ থাকবে। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৯ সালে বিমানটি ট্রাম্প প্রেসিডেনশিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও ট্রাম্প ব্যক্তিগত ভ্রমণের জন্য এই জেট ব্যবহার করতে পারবেন।
এয়ার ফোর্স ওয়ান মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহৃত হয়, যাতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা থাকে।
ট্রাম্প মার্কিন ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে এয়ার ফোর্স ওয়ান-এর মতো একটি সরকারি বিমান বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি পাচ্ছেন।
উল্লেখ্য, বোয়িং-৭৪৭-৮ মডেলের এই উড়োজাহাজটিকে বলা হয় ‘প্যালেস ইন দ্য স্কাই’ বা উড়ন্ত রাজপ্রাসাদ। এটিকে মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল উপহার হিসেবে অভিহিত করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi