গাইবান্ধার চাঞ্চল্যকর পত্রিকা বিক্রেতা ও অটো মিশুক চালক আনিছুর রহমান ঠান্ডা মিয়া হত্যাকান্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১ টায় র্যাব-১৩ রংপুরের সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল জয়নুল আবেদীন। গ্রেতারকৃতরা হলেন- গাইবান্ধা সদরের বানিয়াজান এলাকার মৃত খলিল মিয়ার পুত্র কবির আলম (২৭), সাদুল্লাপুরের বুজরুক পাটানোছা এলাকার আনিছুর রহমানের পুত্র রাসেল মিয়া (২৮) ও একই উপজেলার ক্ষুদ্র রসুলপুর গ্রামের মোসলেম উদ্দিন মন্ডলের পুত্র শহিদুল ইসলাম বাবু (৪০)।
র্যাব সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব এই চক্রটির উপর নজর রাখছিলেন। দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের পর চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করে এই অভিযান পরিচালনা করে র্যাব-১৩।
এবিষয়ে শুক্রবার দুপুরে রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদীন সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পরে গ্রেফতারকৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে তাদের গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং আনিছুর হত্যার বিচার দ্রুত সম্পন্ন হওয়ার দাবি জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi