মিয়ানমারে গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৬০ হাজারের বেশি পরীক্ষার খাতা। ফলে শিক্ষার্থীদের আবারও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
মঙ্গলবার দেশটির একটি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানায়, মোট জনসংখ্যার দিক দিয়ে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রাণ হারান ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ। ভূমিকম্পের সময় মান্দালায় বিশ্ববিদ্যালয়ের একটি অংশে আগুন ধরে যায়। এতে ৬২ হাজার ৯৫৪ হাই স্কুল শিক্ষার্থীর পরীক্ষার খাতা পুড়ে যায়। তখনও খাতা দেখে নম্বর দেওয়ার কাজ শেষ হয়নি। জুনের ১৬ থেকে ২১ তারিখের মধ্যে ম্যাট্রিকুলেশন পরীক্ষা হওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। খবর ইরাবতী
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi